রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসজীবনের গল্প নিয়ে নাটক ‘দূরদেশ’

গল্পটা প্রবাসজীবনের। এক তরুণের জীবনযুদ্ধের। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘দূরদেশ’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক রুবেল হাসান।এতে অভিনয় করেছেন খাইরুল বাশার ও তটিনী।

গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, অসুস্থ বাবা, তারপর ভাই-বোনকে রেখে অনেক কাঠখড় পুড়িয়ে ভাগ্যের চাকা ঘোরাতে স্টুডেন্ট ভিসাতে সুদূর অস্ট্রেলিয়াতে যায় রবিন। পরিবারের সবার খরচের দায়িত্ব পড়ে তার ওপরেই। তার ওপরে রয়েছে প্রেমিকা মিতুর জিম্মাদারি।

প্রেমিকার পরিবারের কাছ থেকে আশ্বাস নিয়ে তবেই পরদেশে পাড়ি জমায় সে।
বিদেশে গিয়ে দিন-রাত পরিশ্রম করতে থাকে রবিন। থাকে বেইসমেন্টের এক রুমে, খায় সবচেয়ে কম টাকায় পাওয়া খাবারগুলো। সকালে নাশতা না খেয়ে একবারে দুপুরে খায়।

তবু পরিবারের মানুষগুলোকে তা বুঝতে দেয় না। সবার দায়িত্ব নিয়ে বিদেশে আসা রবিন ব্যাপক পরিশ্রম করতে থাকে। শরীরের ওপরে অনিয়ম করতে গিয়ে একটা সময় অসুস্থ হয়ে পড়ে রবিন। কিন্তু সে এসবে পাত্তা না দিয়ে তার কাজ চালিয়ে যেতে থাকে। মাত্রাতিরিক্ত পরিশ্রম আর অনিয়মের ফলে একদিন হার্ট অ্যাটাক করে বসে। এমনই এক প্রবাসীর জীবনের গল্পে নির্মিত হয়েছে নাটকটি।

এতে রবিন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার এবং মিতু চরিত্রে তটিনী। নির্মাতা জানান, প্রবাসীদের জীবনের গল্প নিয়ে এই নাটক। যারা দেশের বাইরে গিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরিবারের জন্য খাটে তাদেরকেই দিনশেষে পরিবার ভুল বোঝে। তাদের শুধু টাকার মেশিন ভাবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউবে নাটকটি উন্মুক্ত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, মাজনুন মিজান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন ফকরুল রেয়া ও রেবেকা মনি পারভেজ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ