বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টিতে ১শ উইকেট নাহিদার

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁ-হাতি লেগ স্পিনার নাহিদা আকতার।

বৃহস্পতিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শততম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন নাহিদা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে দশ বছর পর জয়ের দেখা পায় টাইগ্রেসরা।

বাংলাদেশের স্মরনীয় জয়ের ম্যাচে ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট নেন নাহিদা। নিজের প্রথম ৩ ওভারে ১৪ রানে উইকেটশূন্য ছিলেন তিনি। ইনিংসের ১৯ ও নিজের চতুর্থ ওভারে স্কটল্যান্ডের ক্যাথরিন ফ্রেজারকে ২ রানে আউট করে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান নাহিদা। সেই সাথে ৮৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে শততম উইকেট পূর্ণ করেন নাহিদা।

মাত্র ১৫ বছর বয়সে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাহিদার। এরপর বল হাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন তিনি। ৪১ ম্যাচে ৫০ ও ৮৮ ম্যাচে এসে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন এই স্পিনার। ৮৭ ইনিংসে তার বোলিং গড় ১৬.৮২ ও ইকোনমি ৫.৭১। ইনিংসে দু’বার ৫ উইকেট নিয়েছেন নাহিদা। ২০২২ সালে কেনিয়া এবং ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এছাড়া বাংলাদেশের হয়ে ৪৩ ম্যাচে ৫৩ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী নাহিদা।

এছাড়াও এ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন অধিনায়ক নিগার সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ