সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পায়রা বন্দরে বিনিয়োগ করতে ১৩ বিদেশি কোম্পানির আগ্রহ প্রকাশ

পায়রা সমুদ্র বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেছেন, ‘ এক সময় পায়রা বন্দর হবে এ দেশের মধ্যে একটি অন্যতম গভীর সমুদ্র বন্দর। এ বন্দরকে ঘিরে এ দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।’

কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পায়রা বন্দরের চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পায়রা বন্দরের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পায়রা বন্দর নিয়ে নানা ধরনের অপপ্রচার ছিল উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলেছিল পায়রা বন্দর সচল হবেনা। আমরা প্রথম টার্মিনাল নির্মাণসহ বিভিন্নমুখী উন্নয়নমূলক কাজ তরান্বিত করে সে অপপ্রচার ঘুচিয়ে দিতে সক্ষম হয়েছি। পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেল দিয়ে এখন ১২ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করে পণ্য খালাস করতে পারবে।

তিনি আরও বলেন, পায়রা বন্দরে বিনিয়োগ করার জন্য ১৩টি বিদেশী কোম্পানী আগ্রহ প্রকাশ করেছে। এ কারণে আমরা বলি পায়রা বন্দর হচ্ছে আগামীর বাংলাদেশ। পায়রা বন্দর খুব দ্রুত আরও বড় বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার রাফিউল হাসাইন, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমূখ।

অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. সোহরাব হোসেন, উপ-পরিচালক (নিরাপত্তা) মো. আজিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল এয সোহায়েল চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলী হয়েছেন। তার ২ মে চট্রগ্রাম বন্দরে যোগদানের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ