পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্য পরিচালক মসি উদ্দিন টিপু না আর নেই ((ইন্না লীলায়হে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। আজ শুক্রবার সকালে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।
সাবেক ছাত্রনতা ও বিশিষ্ট ব্যবসায়ী মহসীন উদ্দিন নিরু ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনুর ছোট ভাই টিপু। তার মৃত্যুতে পটুয়াখালীতে এক শোকের ছায়া নেমে এসেছে।
পটুয়াখালী আদালত পাড়া নিবাসী বিশিষ্ট শিল্পপতি মহসিন উদ্দিন নিরু ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনুর ছোট ভাই মসি উদ্দিন আহমেদ টিপু। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরে আজ শুক্রবার সকালে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।
মসিউদ্দিন আহমেদ টিপুর প্রথম নামাজে জানাজা বাদ জুমা রাজধানীর কাদেরাবাদ হাউজিং জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আজ রাত ৮-৩০ মিঃ সময় মরহুমের প্রিয় শহর পটুয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।