গত ২ জানুয়ারি কতিপয় আইনজীবী ব্রাহ্মনবাড়িয়া জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এজলাস কক্ষে বেআইনিভাবে বিচািরক কাজে নগ্ন হস্তক্ষেপ ও বিচারকের সাথে যে শিষ্টাচার বর্হিভূত ও অশালীন আচরণ করার ঘটনায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান সংগঠনের মহাসচিব মো: মজিবুর রহমান নিন্দা জানিয়েছেন। তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নেতারা এ ঘটনাকে অনভিপ্রেত, ন্যাক্কারজনক ও অত্যন্ত দু:খজনক বলেছেন। এতে বিচার বিভাগের মর্যদা ও সম্মান মারাত্নকভাবে ক্ষুন্ন হয়েছে বলে বললেন তারা।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের নিন্দনীয় ও ঔদ্বত্বপূর্ণ কাজ করার দু:সাহস না দেখায়। বিজ্ঞপ্তি।