সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্দান্ত শুরু করা লিটন ফিরলেন শাহীনের অসাধারণ ডেলিভারিতে

জ্বরে আক্রান্ত হওয়ায় এশিয়া কাপের শুরু থেকে লিটন দাসকে পায়নি বাংলাদেশ। সুস্থ হয়ে সুপার ফোরের আগে দলের সঙ্গে যোগ দেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরুও করেছিলেন লিটন। বেশ কয়েকটি দর্শনীয় চার মারেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু

এবার শূন্য রানেই আউট মিরাজ

আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ফলে এ ম্যাচেও তাকে একই জায়গায় ব্যাটিংয়ে পাঠায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু আজ প্রথম বলেই আউট হয়ে শূন্য রানে ফিরলেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম শাহর করা বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন লিটন

চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্তর জায়গায় একাদশে ফিরেছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দেওয়া একাদশের তালিকায় অনুযায়ী এ ম্যাচেও ওপেনিং করার কথা মেহেদী হাসান মিরাজের।

আগের ম্যাচে এই পজিশনে নেমে সেঞ্চুরি করেছিলেন তিনি।
পাকিস্তান ও বাংলাদেশ ৪ বছর পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৭ ম‌্যাচে মুখোমুখি হয়েছে দুই দল যেখানে ৩২ জয় নিয়ে এগিয়েছে পাকিস্তান আর বাংলাদেশের জয় ৫টি। সর্বশেষ ৫ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ৪ ম্যাচে। এর মধ্যে ঘরের মাঠে ২০১৫ সালে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি রয়েছে টাইগারদের।

পাকিস্তান একাদশে আনা হয়েছে ১ পরিবর্তন। যেখানে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজের জায়গায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফন।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ

ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ