সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দীপন হত্যা : আদালতের সামনে থেকে দুই আসামি ছিনতাই

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার দুই আসামিকে ঢাকার আদালতের সামনে থেকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাস স্প্রে করে জেএমবির দুই সদস্যকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে।

মো. ফারুক হোসেন বলেন, দুর্বৃত্তদের ধরতে আমরা তাৎক্ষণিক চেষ্টা চালাই। কিন্তু ধরা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা চলছে। এ নিয়ে একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ