মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিতুমীর শাটডাউন, দিনভর রেল-সড়ক ব্যারিকেডের ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এছাড়া তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। তারা সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।

রোববার রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরে এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরেন আন্দোলনের অন্যতম শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, তাদের ব্যারিকেড কর্মসূচির আওতায় সোমবার মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংকরোড এলাকায় ব্যারিকেড দেয়া হবে। বিগত দিনে আমরা অবরোধের ঘোষণা দিয়েছি। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন দিক চিন্তা করে ব্যারিকেড শিথিল করেছি। তবে আগামীকাল কোনো শিথিলতা থাকছে না। এছাড়া অনির্দিষ্টকালের জন্য তিতুমীর শাটডাউন ঘোষণা করা হলো।

তিনি বলেন, সম্প্রতিক আন্দোলনের পর আমাদের একটি ধারণা হয়েছিল যে, শিক্ষার্থীবান্ধব একটি রাষ্ট্র হবে। যারা শিক্ষার্থীদের কথাগুলো চিন্তা করবে। আমাদের এসব কর্মসূচির জন্য অনেকেই আমাদের উপর রাগ করে আছেন। আমরা তাদের কাছে ক্ষমা চাই। আমরা আপনাদের সন্তান। রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করছে।

সংবাদ সম্মেলনে তারা তাদের দাবিগুলোও তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ