মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাড়াইল বাজারের পূবালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আফরোজ আলম ঝিনুক (৪০) তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। তিনি তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঞা মোতাহার এর ছেলে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাতে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান বিষযটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি আফরোজ আলম ঝিনুক (৪০) এখন কিশোরগঞ্জ মডেল থানায় রয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা বিস্ফোরক মামলার এজহার নামীয় আসামি ও তাড়াইল থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আফরোজ আলম ঝিনুককে (৪০) গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ