বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তাহসানের বিয়ের খবর ভাইরাল

নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান- এমন খবর গতকাল রাত থেকেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সঙ্গে একটি ছবি। বলা হয়, যুক্তরাষ্ট্রের মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়েছেন।এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি।

এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনাও জানাচ্ছেন ভক্তরা। তবে তাহসান খান জানিয়েছেন এখনো বিয়ে হয়নি।

তিনি বলেন, ছবিটি কিভাবে ছড়িয়েছে জানা নেই। তবে এখনো বিয়ে হয়নি। কোনো অনুষ্ঠানও হয়নি। যে ছবিটি ছড়িয়েছে সেটি অন্য অনুষ্ঠানের। তবে রহস্য জিইয়ে রেখে তাহসান বলেন, বিয়ে ও এ সংক্রান্ত বিষয়টি নিয়ে বিকালের মধ্যে আমি মন্তব্য করবো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ