শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ

ঢাকার রাস্তায় মানুষরে ঢল নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে রোববার নিহত হয়েছেন ৯৯ জন। এ অবস্থায় সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির আহ্বান জানান।

সেই আহ্বানে সাড়া দিয়ে কারফিউ অপেক্ষা করে আশপাশের জেলা থেকেও ঢাকায় আসতে শুরু করেছেন আন্দোলনকারীরা। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করছেন আন্দোলনকারীরা।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সে পর্যন্ত জনগণকে ধৈর্য ধরতে আহ্বান করেছেন তিনি।

অন্যদিকে ঢাকার রাস্তায় নামা আন্দোলনকারী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা আন্দোলনকারীদের শাহবাগ আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার দুপুর ২টার পর এ ঘোষণা দিয়েছেন তিনি। আর সেই আহ্বানে সাড়া দিয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।

এদিন বেলা ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। পরে দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ