সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবী এলাকাবাসীর

গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবী দীর্ঘ দিনের।সড়ক পথের ভোগান্তি আর সেই সাথে সড়ক পথে ঢাকা-খুলনা মহাসড়কের নিত্যদিনের সড়ক দূর্ঘটনাতো রয়েছেই।প্রতিনিয়তই এই সড়কে প্রানহানী ও আহতের ঘটনা বেড়েই চলেছে।যে কারনে রেল পথে যাতায়াত নিরাপদ ও অর্থ সাশ্রয়ী হওয়ায় গোপালগঞ্জ বাসী এই রুটে অন্ততঃ এ জোড়া ট্রেনের দাবীতে সোচ্ছার।তাদের দাবী কবে নাগাদ বাস্তবায়িত হবে সে আশায় প্রহর গুনছে গোপালগঞ্জের জনগন।

গোপালগঞ্জের সাথে ঢাকার রেল যোগাযোগের সব অবকাঠামোই তৈরী রয়েছে।এখান থেকেই প্রতিদিন রাজশাহী গামী ট্রেন যাওয়া-আশা করছে।গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা হয়ে খুলনা থেকে আরো চারটি ট্রেন ঢাকার পথে চলাচল করে।কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে আরো একটি ট্রেন রাজবাড়ি পর্যন্ত চলাচল করে।এতো সুবিধা থাকতেও গোপালগঞ্জ জেলার বাকী উপজেলা গুলি ট্রেন চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।এই পথে লেল যোগাযোগ শুরু করলে তা শুধু গোলগঞ্জের লোকদের জন্যই নয়, নড়াইলের দুই উপজেলা, বাগেরহাটের দুই উপেজেলা ও পিরোজপুরের এক উপজেলার বাসিন্দারাও এর সুবিধ পাবে।

গোপালগঞ্জে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, চক্ষু ইনিস্টিটিউট, টেক্সটাইল কলেজ, সরকারী ওষুধ কোম্পানি সহ নানা সরকারী বড় বড় স্থাপনা।এসব প্রতিষ্ঠানে শিক্ষারতঃ ও অসংখ্য কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়তই ঢাকা যাওয়া আসা করে থাকে।তাদেরকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে ঝুকির মধ্যে যাতায়াত করতে হয়।নিরাপদ যাতায়াতে রেল যোগাযোগের বিকল্প নাই।সবারই আকাংখা নিরাপদে তারা যাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রেল পথে যোগাযোগর সুযোগ পায়।

গোপালগঞ্জের কাশিয়ানী জংশনের স্টেশন ম্যানেজার অনিক বিশ্বাস জানান, গোপালগঞ্জ-রাজশাহী রেল পথে যেমন রেলের লাভ হচ্ছে, তেমনি গোপালগঞ্জ-ঢাকা রেল চালু করলে তা লাভজনক হবে এমনটি দাবী করে এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলে জানালেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, সরাসরি গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। যাত্রীদের চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

কবে গোপালগঞ্জ জেলাবাসী ট্রেনে করে সরাসরি ঢাকা যেতে পারবে সেই আশায় দিন গুনছেন।কর্তৃপক্ষ লাভজনক এই রুটে অন্ততঃ এক জোড়া ট্রেন চলাচলের অনুমোদন দেবেন এমন প্রত্যাশা জেলাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ