বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন : সিইসি

ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান।

সাংবাদিকরা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে সিইসি বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে না। এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে; ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে সেই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।’

অক্টোবরের আগে তফসিল ঘোষণা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। ৯০ দিন সময়, ওর সঙ্গে মিলিয়ে বলেছিলাম সেপ্টেম্বরে তফসিল। তারপরে দেখেছি, অক্টোবরের আগে এটা সম্ভব না।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ