শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাম্পের নারী সম্পর্কিত মন্তব্য ‘আপত্তিকর’ : হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী সম্পর্কিত বক্তব্য ‘অত্যন্ত আপত্তিকর’ বলে নিন্দা করেছেন। নির্বাচনের চূড়ান্ত সময়ে গর্ভপাতের অধিকারকে সামনে নিয়ে আসায় এবং এদিকে অভিবাসীদের অপমান ও হেয় করে দেয়া বক্তব্য সম্পর্কে হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন।

ফিনিক্স থেকে এএফপি জানায়, বুধবার এক সমাবেশে ট্রাম্প ‘আমেরিকার নারীদের সুরক্ষা দিতে চান’ এমন মন্তব্যের প্রেক্ষিতে হ্যারিস মন্তব্যটিকে ‘সবার জন্য আপত্তিকর’ বলে উল্লেখ করেছেন।

হ্যারিস তার ফিনিক্স সমাবেশে বলেন, নারীদের তাদের নিজস্ব দেহ সম্পর্কিত সিদ্ধান্ত ও কর্তৃত্ব থাকা উচিত ট্রাম্প তা বিশ্বাস করেন না। ট্রাম্প সেই ব্যক্তি যিনি ‘নারীদের তাদের পছন্দের জন্য শাস্তি দেওয়া উচিত’ এমন উক্তিও করেছেন। তিনি স্প্যানিস শ্লোগান ‘সি সে পুয়েদে’ অর্থাৎ আমরাও পারি’ উচ্চারণ করে বলেন, ‘তবে আমরা নারীদের বিশ্বাস করি।’

উভয় প্রার্থী হোয়াইট হাউসের দৌঁড়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় ভোট যুদ্ধের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ৫ নভেম্বর ভোট শেষ হওয়ার পাঁচ দিন আগে ল্যাটিনোদের (লাতিন আমেরিকান বংশোদ্ভুত মার্কিন নাগরিক) প্রভাবিত করার চেষ্টা করছেন।

একটি কালো ওভারকোট ও কালো ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ লিখিত ক্যাপ পরিহিত ট্রাম্প, সীমান্ত রাজ্য নিউ মেক্সিকোতে সমর্থকদের সম্বোধন কালে অভিবাসন দৌঁড়ের এক অন্ধকার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অভিবাসীরা ‘সারা আমেরিকা জুড়ে হিংসাত্মক হত্যাকান্ড চালাচ্ছে।’

ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত গ্রহনে প্রত্যাশিত সাতটি সুইং স্টেটে একে অপরকে তাড়া করছেন। নেভাদার লাস ভেগাসে বৃহস্পতিবার সন্ধ্যায় পপ আইকন জেনিফার লোপেজ তার তারকা শক্তিকে মঞ্চে নিয়ে আসবেন বলে হ্যারিস আরো একটি উৎসাহী বার্তা দিচ্ছেন।

ট্রাম্পও অ্যারিজোনা সফর করেছেন ও নেভাদায় সমাবেশ করেছেন। হ্যারিস ফিনিক্সে বক্তৃতা করেন। ট্রাম্প সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার কার্লসনের সাথে একটি সাক্ষাতকার দেবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ