বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মহসিন হোসাইন আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য কবি মহসিন হোসাইন আর নেই।

রোববার সকালে নিজ বাসভবনে অসুস্থতা অনুভব করলে দ্রুত তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ জোহর মরহুমের লাশ নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মহসিন হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ