সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ নারীসহ ১০ জন আহত

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের ফুল মিয়ার বাড়ির সামনে শুক্রবার সকাল ৮ টায় প্রতিপক্ষ এয়ার আলী খা, জাহাঙ্গীর খা ও শাহাদত খা এর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা আজিজুল খা এর উপর হামলা চালায়।

এ সময় তার স্বজনেরা বাধা দিলে সংঘর্ষে সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে আজিজুল খা এর পক্ষের দুই নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারাত্মক আহত লিটন ঠাকুর (৩৫) মিলন ঠাকুর (৩৪) শিখা বেগম (36) সহ বাকি ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে উল্লেখ্য হামলাকারীদের মধ্যে ২০১২ সালের ১৩ই মে গোপালগঞ্জ জেলায় আলোচিত যুবলীগ নেতা শাহীন মেম্বার হত্যা মামলার আসামিও রয়েছে।
উক্ত ঘটনা কে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এতে মালেঙ্গা গ্রামের আজিজুল খা এর বাড়ির আশপাশে বসবাসরত পরিবার গুলো আতঙ্কগ্রস্ত রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ