বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে ১২০০০ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন সেলিম মাহমুদ

জেলার কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ব্যাক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করেন।
তিনি গত দুইদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে লোকজনের হাতে উপহার তুলে দেন।

উপহার বিতরণকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে ড. সেলিম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে দেশবাসীর জন্যে চিন্তা করেন এবং যা যা করা দরকার তা তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি এদেশকে গরীব রাষ্ট্র থেকে মধ্যম আয়ের উন্নত রাষ্ট্রে পরিনত করেছেন। যে কারণে আমাদের বঙ্গবন্ধু কন্যাকে সার্বিক কাজে সহযোগিতা করতে হবে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুলী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ