রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ-৫

চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের ৫-৭ জন আহত হয়েছেন ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তবে কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেননি চকবাজার থানার ওসি জাহিদুল কবীর।

এদিকে ছাত্রদল-শিবিরের মধ্যে মারামারির এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়াল ফের ৬ দিনের রিমান্ডেহত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়াল ফের ৬ দিনের রিমান্ডে এর আগে মো. কামরুল ইসলাম নামের এক ব্যক্তি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহতদের একাদিক ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘শিবিরের নৃশংস হামলায় ক্ষতবিক্ষত চট্টগ্রাম কলেজ ছাত্রদলের মেধাবী ছাত্ররা। রক্তে রঞ্জিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। কলঙ্কিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ