মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে টায়ারের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকার রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দেওয়ানহাটে একটি টায়ারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয় জনতা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।

এদিকে রেললাইনের পাশে ওই গোডাউনে আগুন লাগায় সারা দেশের সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি।

এ ছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ