করিনার পোশাক পরার কায়দা ফ্যাশন বিলাসীদের মুগ্ধ করে বার বার। সম্প্রতি গ্রিসে ছুটি কাটাতে গিয়ে অভিনেত্রীর ‘ভেকেশন লুক’ নজর কেড়েছে অনুরাগীদের। সমুদ্রের ধারে কি লুঙ্গি পরে ঘুরছেন অভিনেত্রী, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বছর পঁচিশেক আগে। কপূর পরিবারের তকমা গায়ে লাগিয়ে নয়, অভিনয় দক্ষতার জন্যই তিনি ভারতবাসীর মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবি দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন, তার পর ‘ইয়াদেঁ’, ‘আজনবি’, ‘চমেলি’, ‘ফিদা’, ‘জব উই মেট’- একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন করিনা কপূর খান। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও ফ্যাশন দুনিয়ায় চর্চার শেষ নেই। কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ছবির প্রচার- করিনার পোশাক পরার কায়দা ফ্যাশন বিলাসীদের মুগ্ধ করে বার বার। সম্প্রতি গ্রিসে ছুটি কাটাতে গিয়ে অভিনেত্রীর ‘ভেকেশন লুক’ নজর কেড়েছে অনুরাগীদের। সমুদ্রের ধারে কি লুঙ্গি পরে ঘুরছেন অভিনেত্রী, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
সমুদ্রের ধারে নজর কাড়তে করিনা পরেছেন বিকিনি আর কাফতানের মিশ্রণ। অভিনেত্রীর পরনে চকচকে হলুদ রঙের হল্টারনেক সুইম টপ যার পিছনে বাঁধা সরু ফিতে। সেই টপের সঙ্গে তিনি প্রথাগত সারং বা শর্টস পরেননি। সকলের নজর কেড়েছে অভিনেত্রীর লুঙ্গির মতো দেখতে স্কার্টটি। সবুজ স্কার্টটি জুড়ে চেক প্রিন্ট। দেখতে ঠিক গামছা কিংবা লুঙ্গির মতোই। ছক ভাঙতে পছন্দ করেন নায়িকা। তাই আবারও ছকভাঙা সাজে নজর কাড়লেন তিনি। সমুদ্র সৈকতে করিনার সাজ ছিল একে বারে ছিমছাম। বিকিনি টপ আর স্কার্টের সঙ্গে একটি কালো রোদ চশমা আর মানানসই টুপি।
ইনস্টাগ্রামে এই লুকটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “গ্রিসে লুঙ্গি ডান্স করছি, বেশ মজা হচ্ছে।” স্বামী সইফ আলি খান আর দুই সন্তানকে নিয়ে এখন ছুটির মেজাজে রয়েছেন করিনা। ইনস্টাগ্রামে নিজেদের ভ্রমণের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। এর আগে মনোকিনি পরে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আর এ বার লুঙ্গি-স্টাইল স্কার্ট পরে নেটপাড়ায় চর্চায় এসেছেন করিনা।