বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে , আটক ১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সংঘাতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। তারা থানায় আছেন। রাত ৩টার দিকে যৌথ বাহিনী তাদের থানায় হস্তান্তর করে। শহরের পরিবেশ এখন শান্ত রয়েছে। ’

বুধবার দিনভর গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত, অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

হামলা ও সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়, যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও গলিতে অবস্থান নেয়। এর ফলে র‌্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ