বিআরটিএ-এর গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৮ টি পরিবারোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত এসব চেক বিতরণ করা হয়।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এসময় গোপালগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি নিহত ৮টি পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ করে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গত তিন বছরে জেলায় ২শ ৩২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ২শ ৪৬ জন ও আহত হন ৪শ ৯২ জন। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে স্পীড ব্রেকার দিয়েও সড়ক দুর্ঘটনা কমনো যাচ্ছে না। তাই সড়ক দূর্ঘটনা কমাতে সকলকে সচেতন হবার পরামর্শ দেন তিনি।