বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরের শ্রীপুরের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, টিয়ারসেল নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় এ এ ইয়ার্ন মিলস্ লিমিটেড নামের কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘন্টা ওই মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিকদের সড়ক থেকে সরাতে ব্যর্থ হয়ে পুলিশ কয়েক রাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, এক মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রথমে কারখানা গেটে বিক্ষোভ করে। ‌ পরে মহাসড়কের নামতে বাধ্য হয়। পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ সময় অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারেক জানান, শ্রমিকরা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখলে তাদেরকে বুঝিয়ে সুজিয়ে সরানোর চেষ্টা করা হয়। তারপর পুলিশের উপরে বাধা আসলে পুলিশ অ্যাকশনে যায়। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের সাথে আলোচনা চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ