বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

গাজীপুরের কালীগঞ্জে ডাব ভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে পিকআপ ভ্যান চালক মোক্তাদির মিয়া (২৮) নিহত হয়েছেন। নিহতের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায়।

জেলার কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ রাসেল জানান, সোমবার (২৮ অক্টোবর) দিবাগত ভোররাতে সিলেট নবীগঞ্জ থেকে ডাব ভর্তি একটি পিকআপ আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে চালক মোক্তার নিহত হন।

খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়। পরে নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেন। এর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ