গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলন চলাকালে নগরের কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন লিমিটেড কারখানায় আগুন ধরিয়ে দেয়া হয়েছে। বিকেল ৫টার দিকে কাশিমপুর-কোনাবাড়ী রোডের ওই ফ্যাক্টরীর গেট ভেঙ্গে উশৃংখল যুবকেরা ভেতরে গিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ফ্যাক্টরীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধর করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আন্দোলনের কারণে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষনা করে । কিন্তু এবিএম ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিল । খবরটি আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে । পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের ধাওয়া খেয়ে একদল শ্রমিক ওই কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে ওই কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানায়, আন্দোলনকারীরা। কিন্তু ওই কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দেয়ায় গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করে । একপর্যায়ে কারখানায় আগুন জালিয়ে দেয়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আরেফিন জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাপড়-চোপড় সহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, উত্তেজিত শ্রমিকরা ওই কারখানায় অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।