শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে ভাই বোনকে গলা কেটে খুন

ফাইল ফটো।

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে। নিহত ওই শিশুদুটি সম্পর্কে ভাই- বোন। শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু আব্দুল্লাহ (০৩) ও মালিহা (০৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা পরিবারের লোকজনের সঙ্গে পূর্ব আরিচপুর এলাকা জনৈক সানোয়ারের আট তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মরদেহ উদ্ধারের সময় নিহত শিশুদের মা বাসায় ছিলেন। তাদের বাবা বাসার বাইরে রয়েছেন।

তবে কেন বা কি কারনে শিশু দুইটিকে হত্যা কারা খুন করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ