বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের জেল

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা‌ কেন্দ্রে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলায় কর্তব্যরত এক শিক্ষককে একমাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন- কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সৈকত হোসেন। উপজেলার চন্দ্রা মোর এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালে সৈকত হোসেন পরীক্ষা হলে কর্তব্য পালন করছিলেন। এক পর্যায়ে তিনি তার মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি তার ফোন সেটটি জব্দ করেন। পরে ফোনে প্রশ্নপত্র ও উত্তর দেখতে পান। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘটনাস্থলে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। এ সময় ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, তার ফোনে ছবি ও উত্তরপত্র পাওয়া যায়। এর দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ