বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ফাইল ফটো।

বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার এর শ্রমিকেরা।

কারখানার শ্রমিকরা বুধবার সকালে তাঁদের চাকরি স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয় এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে দেওয়ার দাবিসহ ২৫ দফা দাবিতে কর্মবিরতিতে নেমে বিক্ষোভ করে। পরে আন্দোলনকারীরা কারখানার সামনের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এতে করে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজটের।

আন্দোলনকারীরা জানায়, শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবিগুলো পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও সমাধান পাননি। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার জন্য তাদের মহাসড়ক থেকে কারখানার ভিতরে নিয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ