বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে কাফনের কাপড় পড়ে পুলিশের বিরুদ্ধে স্মারকলিপি পেশ

গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদের শাস্তি, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়াটারের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়। নগরের কাশিমপুরের ভুক্তভোগী ৪৮টি পরিবারের বিভিন্ন বয়সী নারী-পুরুষগণ কাফনের কাপড় পড়ে এসব কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে অভিযোগকারী বানু বেগম, ইসমাইল মিয়া, এসহাক মিয়া ও খুশি বেগম প্রমুখ বক্তব্য রাখেন। পরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি জমা দেয় তারা।

তারা জানান, গত ৫ আগস্ট এর আগে নয় বছর কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকার ভূমিদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাদের উপর ৮ বার সশস্ত্র হামলা চালিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করলেও বিগত সময়ে পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন ন্যায় বিচার ও প্রতিকার পাননি তারা। ‌

৫ আগস্ট এর পরে গত ৬ নভেম্বর ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাশিমপুর থানায় অভিযোগ দিয়ে ও পরবর্তীতে আদালত ১৪৫ ধারা নোটিশ জারি করলেও ভূমিদস্যু চক্র আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। থানা পুলিশকে বারবার অবহিত করার পরও অদৃশ্য কারণে পুলিশ ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেয়নি।

এসব কারণে ভুক্তভোগী ৪৮ টি পরিবার সর্বস্বান্ত হচ্ছেন। তারা এসব অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ