বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুর টেলিভিশন সাংবাদিকদের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে জমজমাট ও প্রাণবন্ত ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের পূবাইলের নীড় রিসোর্টে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ এর পরিচালক, বিজিএমইএ সদস্য ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার্সের পরিচালক মাকসুদা চৌধুরী মিশা। প্রধান অতিথি মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহার ট্রেডিং এর চেয়ারম্যান মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু, ফিরোজা গ্লোবাল ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা খাতুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোপ এডুকেশন সোসাইটির কর্ণধার শাহাদাত হোসেন শাহীন দিনব্যাপী অনুষ্ঠিত নানা ধরনের খেলাধুলা ও রেফেল ড্র এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গাজীপুরে বিভিন্ন টেলিভিশন কর্মরত সাংবাদিক পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, সহ-সভাপতি আজহারুল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটু, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আলমগীর হোসেন, শামসুল হক ভূঁইয়া, মাসুদ রানা, আব্দুল্লাহ আল মামুন, আবুল হাসান, ফারদিন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত বর্ণাঢ্য নানা আয়োজনে সাংবাদিকদের স্ত্রী- সন্তান, স্বজন ও সুধীবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ