শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজার হাসপাতালে হামলার জন্য দায়ী ‘অন্য কেউ’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করে বাইডেনকে বহনকারী মার্কিন বিমান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে অভ্যর্থনা জানান।

যুদ্ধের মধ্যেই আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তেল আবিবে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট।

সফরে বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বাইডেন এমন সময় এই সফরে গেলেন, যখন ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালে বোমা হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে ইসরায়েলে পৌঁছেই বাইডেন বলেছেন, হাসপাতালে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ইসরায়েল দায়ী নয়। বরং এ ঘটনায় অন্যরা দায়ী।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, ‘হাসপাতালে বোমা হামলায় আপনি নন, বরং অন্যরা দায়ী। মনে হচ্ছে, এর পেছনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে।’

গতকাল মঙ্গলবার রাতের ওই হামলায় কয়েক শ মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ৩০০ থেকে ৫০০ উল্লেখ করা হয়েছে।

এই হামলার জেরে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসসহ আরব নেতাদের সঙ্গে বাইডেনের একটি পূর্বপরিকল্পিত বৈঠক ইতোমধ্যে বাতিল করা হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে বাইডেনের সঙ্গে আরব নেতাদের এই বৈঠক হওয়ার কথা ছিল।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গাজার হাসপাতালে হামলা চালিয়ে কয়েক শ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। যা চরম অপরাধ। ইসরায়েলের উচিত স্যাটেলাইট চিত্র সরবরাহ করা, যাতে প্রমাণ করা যায় যে তারা হামলার সঙ্গে জড়িত ছিল না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ