শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গলাচিপায় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান

গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন শাহ্ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড এবং জনস্বার্থে উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীন রাস্তা-ঘাট, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ পরিষদের সকল কাজে সহযোগিতা ও সমতা বজায় রাখার স্বার্থে, সরকারের বিভিন্ন জরীপে, পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ।

রোববার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ সাংবাদিকদের জানায়,মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাব গলাচিপা উপজেলা সাধারণ মানুষের জন্য। আমি এবং আমার পরিবার সারা জীবন মানুষের জন্য কাজ করেছি দলের জন্য কাজ করেছি সাধারণ মানুষের জন্য কাজ করেছি। আমার এ স্বীকৃতি গলাচিপা উপজেলাবাসীর স্বীকৃতি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ