জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেছেন, ধর্মান্ধ, মুখোশধারী, সংস্কৃতি-বিরোধী উগ্রবাদের বিরুদ্ধে সংস্কৃতিকর্মীরা সবসময় সচেতন ও সোচ্চার। দেশপ্রেমিক লেখক-সমাজ কোনো অবস্থাতেই একাত্তর, নব্বই ও চব্বিশের চেতনা ভূলুণ্ঠিত হতে দেবে না।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে কবি মোহন রায়হান বলেন, সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিতে জানবাজী রেখে কবি-সমাজ পথে নেমেছে। দেশের শত্রু কারা, ইতিহাসই তাদের চিহ্নিত করেছে। ওদের আস্ফালন ও গণতন্ত্রের পথে যে ষড়যন্ত্র করছে, তা গণরায়ের মধ্য দিয়েই বন্ধ করতে হবে। এই দেশে দিল্লি বা ইসলামাবাদের কর্তৃত্ব চলবে না।
জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আজ ২১ জানুয়ারি, বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে ‘মানববন্ধন ও প্রতিবাদ মিছিল’ অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, কবি নূরুননবী সোহেল, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, মহসিন হলের আহ্বায়ক কবি আবুজর গিফারি ইফাত, কবি জামিল জাহাঙ্গীর, কবি রাসেল আহমেদ, কবি হিমেল ইসহাক, কবি কৌমুদী নার্গিস, প্রমুখ।
‘সংস্কৃতি-বিরোধী উগ্রবাদ রুখে দাও’ ব্যানার নিয়ে জাতীয় কবিতা পরিষদের প্রতিবাদ মিছিলটি প্রেসক্লাব থেকে বেরিয়ে কদমফুল, সড়কদ্বীপ হয়ে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মূল ফটকে এসে শেষ হয়।









