শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

খোলামেলা পোশাক পরায় খোঁটা আজমেরী হক বাঁধনকে!

বাংলাদেশের অন্যতম বিতর্কিত নাম আজমেরী হক বাঁধন। তাঁর জীবনে বহু কাহিনি। বৈবাহিক অশান্তি, বিচ্ছেদ পেরিয়ে তিনি বড় পর্দার সফল অভিনেত্রী। অনেক ঘাত-প্রতিঘাত পার করেছেন। নায়িকার দ্বিতীয় বিয়ে যখন ভাঙে তখন অনেক সমালোচনা হয়েছিল। বাঁধনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকের একাংশ।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “দ্বিতীয় বিচ্ছেদের পর নিজেকে শুধু ব্যর্থই মনে হয়নি, সমাজ আমাকে চিহ্নিত করতে শুরু করে একজন খারাপ নারী হিসেবে। আর সেটাই আমায় ভেঙে দেয়। তখন থেকে নিজের অধিকার নিয়ে লড়াই শুরু হয়। পারফেক্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলাম।” তাই একটা ভাল মেয়ে হওয়ার মনেপ্রাণে চেষ্টা করে গিয়েছিলেন। মা-বাবার কথা মতো জামাকাপড় পরতেন। তিনি লেখেন, “সে সময় আমি জিন্স পরতাম। খোলামেলা পোশাক পরতাম। তা নিয়েও খোঁটা শুনতে হয়েছে আমায়।”

এক বন্ধুর উদাহরণ দিয়ে বাঁধন লেখেন, “একদিন এক বন্ধু ফোন করে বলল, ‘তুমি কত সুন্দর করে কথা বলো, এত ভাল কাজ করছ- কিন্তু তোমার আর একটু ঢেকে পোশাক পরা উচিত।” এত কথা শুনে এখন ক্লান্ত বাঁধন। তিনি জানিয়েছেন, কারও কথায় তিনি কোনও পরোয়া করেন না। তিনি নিজের মতো করে বাঁচেন। তাতে যদি কেউ তাঁকে খারাপ মনে করেন, তাঁকে গুরুত্ব দিতে রাজি নন অভিনেত্রী।

তিনি লেখেন, “জীবনের সব সিদ্ধান্ত যখন একার সে ক্ষেত্রে কী করব, কী পরব সবটাই আমি ঠিক করব। এই ধরনের ভাবনার কথা শুনলে ঘৃণা হয়। এটাই আমাদের নারীদের বাস্তবতা।”

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ