শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাস জমি নামজারী করতে এসে এসিল্যান্ডের হাতে আটক

পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের ২ শতক বন্দোবস্ত পাওয়া সরকারী জমি জাল জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল সম্পাদন করার দায়ে আলমগীর হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এসিল্যান্ড। বৃহস্পতিবার দুপুরে ওই জমির নামজারি করতে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নির্দেশে তাকে আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিসহ অজ্ঞাতনামা সহযোগিদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।কলাপাড়া সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মস্তফা বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।

মামলায় বলা হয়, ২০২০ সালে কুয়াকাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন মুজিব বর্ষের ২ শতাংশ জমির পরিবর্তে জাল জালিয়াতির মাধ্যমে কুয়াকাটা মৌজার ৫৭ নং জেএল এর ১ নং খাস খতিয়ানের ২১০৪, ২১০৫ ও ২১১১ দাগের ২ একর জমির জাল দলিল তৈরী করেন।

মামলায় আরও বলা হয়, এর আগে আশ্রয়ন প্রকল্পের ২ শতক জমির শ্রেণি পরিবর্তন করে অধিক জমি রেজিস্ট্রি করে নেওয়ার বিষয় নিয়ে অধিকতর তদন্ত করছে দুদক।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, সরকারি জমি জাল দলিল সৃষ্টি করে নামজারি আবেদন করার পর বিষয়টি নজরে আসে। উক্ত আবেদনটি বাতিল করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, দুস্থ মানুষের জন্য মুজিব শতবর্ষের দুই শতক জমি সহ বিনামূল্যের ঘর বিতরণে কলাপাড়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব জমি রেজিস্ট্রি করার সময় প্রশাসনের ছাত্র ছায়ায় একটি সংঘবদ্ধ চক্র নিজেদের নামে ৭২ একর জমি রেজিস্ট্রি করে নেয়। পরবর্তীতে এ ঘটনায় অভিযুক্তদের নামে দুদক মামলা দায়ের করলেও অদ্যবধি আর কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ