মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোয়েল মল্লিকের সঙ্গে একফ্রেমে চঞ্চল-ফারিণ

কলকাতায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে দেখা গেল দেশের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কোয়েল মল্লিকের আমন্ত্রণেই ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চঞ্চল-ফারিণ। তবে এ উপস্থিতিকে পুরোটাই কাকতালীয় বলে জানান দুই তারকা।

চঞ্চল চৌধুরী হেসে বলেন, পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল-বেশ মজার এক কাকতালীয় ঘটনা।

অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন প্রজেক্টে চঞ্চলের পাশাপাশি ফারিণকেও কি দেখা যেতে পারে এ বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে ফারিণ হাসিমুখে বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে, আশা করি একসঙ্গে কাজ করবো।

এরপরই শোবিজে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। গুঞ্জন সত্যি হলে দুই বাংলার দর্শকদের জন্য নিঃসন্দেহে অপেক্ষা করছে বিশেষ চমক।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ