বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটা শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে সহযোগিতার কথা বললেন শিল্পমন্ত্রী

কুয়াকাটা শহর রক্ষা বাঁধ ও সৈকতের ভাঙ্গন রক্ষা প্রকল্পের কাজ সম্পন্নে সহযোগিতার কথা জানালেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন।

আজ শনিবার শেষ বিকেলে কুয়াকাটায় পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসে কুয়াকাটা সৈকত ও শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে কুয়াকাটার সৌন্দর্য রক্ষায় তিনি গৃহীত প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিয়ে তড়িৎ গতিতে কাজ সম্পন্নে সহযোগিতার কথা বলেন। পরে তিনি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের মনলোভা দৃশ্য অবলোকন করেন।

এ সময় তার সাথে ছিলেন পরিবারের সদস্য সহ ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন, মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এর আগে শেষ বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন কুয়াকাটা এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ