কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, মো. হাবিবুর রহমান, স্বপন কুমার সরকার, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এনায়েত হোসেন, মো. আব্দুল কাইয়ুম, মো. এখলাস উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভা থেকে সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়।