কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।
বড়দিন উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শিক্ষক পল্লীতে অবস্থিত এস.ডি.এ. খ্রিস্টান মিশনে সেভেস্থ-ডে অ্যাডভেন্টিষ্ট চার্চে প্রার্থনা, আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এইদিন দুপুর ১২টার দিকে মিশনের গীর্জায় প্রার্থনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস.ডি.এ. মিশনের এইমস ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল উজ্জ্বল রাংসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ, র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প এর ডিএডি জুলহাস সরদার প্রমুখ।
আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন মিশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সমর কান্তি সরকার।
অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে শিশুদের নিয়ে কেক কেটে শুভ বড়দিনের উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী সুদীপ্তা সরকার তরু। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রতন ভৌমিক।










