কিশোরগঞ্জ জেলার তিনটি থানা আকস্মিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর থানা আকস্মিক পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে তিনি থানা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এই সময় তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন।
তিনি থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।










