দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলন সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনস্থল তোরণ, মঞ্চ, বসার ব্যবস্থা, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সেই সাথে পুরো জেলা সদর জুড়ে দলীয় নেতাকর্মীরা তোরণ তৈরি আর ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। এই নিয়ে পুরো জেলায় সাজ সাজ রব বিরাজ করছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। তারা আশা প্রকাশ করেন, সম্মেলনকে ঘিরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করবেন।
সম্মেলনের প্রস্তুতি বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম জানান, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই কিংবা মাথায় রেখেই শেষ পর্যায়ে চলছে প্রস্তুতি। আশা করি সকল প্রস্তুতি শেষে শনিবার (২০ সেপ্টেম্বর) সম্মেলন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।