বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করলেন সাদপন্থীরা

রাজধানীর কাকরাইল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। শুক্রবার জুমার আগে হাজার হাজার সাদপন্থী একত্রে মসজিদে উপস্থিত হন।

এর আগে সকাল ৮টার পর সাদপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করেন। মসজিদে অবস্থান নেয়ার উদ্দেশে হাজার হাজার সাদপন্থীরা নগরীতে প্রবেশ করেন। এদিন সকালে রাজধানী ও এর আশপাশ থেকে মসজিদের দিকে যাত্রা শুরু করেন তারা।

সকাল সাড়ে ৮টার দিকে আগারগাঁও থেকে ফার্মগেট ও কাওরান বাজার হয়ে হাজার হাজার সাদপন্থীকে কাকরাইল মসজিদের ‍দিকে যেতে দেখা যায়। এ সময় তারা সারিবদ্ধ হয়ে হেঁটে মসজিদের দিকে যেতে থাকেন।

এদিকে সাদপন্থীরা আজ সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়ার পূর্বঘোষণা দিয়েছিলেন।

নিরাপত্তা নিশ্চিতে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘তাবলীগ জামাতের দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে-কাকরাইল মসজিদে চার সপ্তাহ থাকবেন জুবায়েরপন্থীরা আর দুই সপ্তাহ থাকবেন সাদপন্থীরা।’ সে অনুযায়ী সাদপন্থীরা আজ জমায়েত হয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

পরদিন ৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিপক্ষে ইসলামি মহাসম্মেলনে প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীর শীর্ষ ওলামায়ে কেরামরা বলেন, ‘দেশে ইজতেমা একবার হবে, দুবার নয়। ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেয়া হবে না।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ