পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির বিষয়ে জানতে চাওয়ায় সোহেল তালুকদার নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল যুবক।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সোহেলকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী কবির হোসেন জানান, সোহেলের বাম হাতের কনুই কুপিয়ে ঝুলিয়ে দেয়া সহ গলার বাম পাশে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত সোহেল জানান, কয়েকদিন আগে ঐ এলাকার একটি অটো চুরি হয়। এই নিয়ে এলাকায় সালিশ হয়। সালিশে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করা হয় এবং তাদের জরিমানা করা হয়। এ নিয়ে কথা কাটাকাটি হয় সোহেলের সাথে। এক পর্যায়ে আজ সোমবার সোহেলকে একা পেয়ে হাসানসহ তার সহযোগীরা হামলা চালায়।
কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, ঘটনা শোনার পরই হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।