বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় গ্রীন ক্যাম্পেইনে অংশ নিলেন জেলা প্রশাসক

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রীন ক্যাম্পেইনে অংশ নিলেন পটুয়াখালী জেলার সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সকালে নবাগত জেলা প্রশাসক উপজেলা ক্যাম্পাসে একটি ছাতিম বৃক্ষ রোপন করে গ্রীন ক্যাম্পেইন কর্মসূচির সূচনা করেন।

এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসীন সাদেক।

পরে তিনি উপজেলার বিভিন্ন সরকাবি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাএ প্রতিনিধি, সুশিল সমাজ প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবদুল কাইয়ুম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট জেড এম কাওসার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস কে রঞ্জন প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এসময় তিনি মাদক নির্মূল, বাল্য বিয়ে বন্ধ করা, উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তোলা, কৃষি কাজে মিষ্টি পানির ব্যবস্থা করা, পর্যটন বান্ধব শহর হিসেবে কলাপাড়া-কুয়াকাটাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ