রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ১৭৪ শিক্ষার্থী পেল মোবাইল ট্যাব

পটুয়াখালীর কলাপাড়ায় ২৯টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে পরিসংখ্যান বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিকী, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির।

এছাড়া উপজেলার ৩২ জন দুস্থ মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান তার ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরন করেন। একই দিন কলাপাড়া উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ