মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে স্কুল সহ-সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাদী হয়ে বশির মৃধার নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারী রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে তাকে যৌন হয়রানি করে। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ