শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় মহিব্বুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২’র উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ মহিব্বুর রহমান (এমপি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮ টায় জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী ৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, উপাধ্যক্ষ শহিদুল আলম, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

সামাজিক সংগঠন এসএসসি রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য। টুর্নামেন্টে মোট ১৮ টি টিম অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় টিংকু-তানজিল জুটি বনাম জিসান-মেহেদী জুটি অংশ নেয়।

এর আগে অতিথিরা খেলা প্রাঙ্গনে এসে পৌঁছলে আয়োজকরা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ