বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় পাউবো’র জমি উদ্ধারে কর্তৃপক্ষ উদাসীন

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগের পরও বেদখল হওয়া সরকারী জমি উদ্ধারে কর্তৃপক্ষেরউদাসীনতা রয়েছে। এমন অভিযোগ করছেন স্থানীয়রা। তবে এ নিয়ে পাউবো কর্তৃপক্ষের দায় সারা গোছের বক্তব্য, জনবল সংকট ও ম্যাজিস্ট্রেট নিয়োগ জটিলতা নিয়ে।

সূত্র জানায়, পৌর শহরের নতুন বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দু’পাশে এ সকল অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। পাউবো’র অসৎ কর্মকর্তাদের জ্ঞাতসারে ও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় শহরের নতুন বাসষ্ট্যান্ড উত্তরে মহাসড়কের দুপাশেই একাধিক স্থাপনা গড়ে উঠেছে। এর মধ্যে আবাসিক হোটেলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদের অনেকেরই দলিল কোন কাগজ পত্র নেই। এর মধ্যে পজিশন ক্রয়-বিক্রয়ের ঘটনাও রয়েছে। এমনকি মহাসড়কের জায়গা দখল করে অর্ধশত মাছের আরৎ ঘর নির্মাণ করে ব্যক্তি পর্যায়ে টাকা আদায় করা হচ্ছে। দীর্ঘ বছর ধরে এভাবেই পাউবো’র জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। অবৈধ অর্থ লেনদেনের কারনে উচ্ছেদ অভিযানও হচ্ছে না।

সূত্রটি আরও জানায়, ১৯৬৭ সালে ১৬১/১৯৬৭-৬৮ নং এলএ কেসের মাধ্যমে ৪৩/১বি পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের নামে ভূমি অধিগ্রহন করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের নামে ৭ নং খতিয়ানে বিএস রেকর্ডভূক্ত হয়। কিন্তু রহস্যজনক ভাবে তা এখনও অবৈধ দখলেই রয়েছে।

দখলদার ইব্রাহীম তালুকদার জানান, পজিশন ক্রয় করে দখলে রয়েছেন। অনেকেই স্থায়ী বিল্ডিং করায় তিনিও নির্মাণ করেছেন। তবে সরকার চাইলে জায়গা ছেড়ে দিবেন।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। এ বিষয়ে ডিসি মহোদয়কে অবহিত করা হয়েছে। খুব শিঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ