বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল, সাধারন সম্পাদক গোফরান পলাশ

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বিপুল চন্দ্র হাওলাদার (দৈনিক বরিশাল প্রতিদিন) ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ (দ্য কান্ট্রি টুডে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (২১জুলাই) বিকেলে প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারন সভা শেষে সভাপতি, সম্পাদক সহ প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার নেছার উদ্দিন আহমেদ টিপু।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু (জনকন্ঠ), যুগ্ম সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন টুকু (চৌকস), অর্থ সম্পাদক জসিম পারভেজ (এখন টেলিভিশন), দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু (৭১ টেলিভিশন), সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক নুরুল কবির ঝুনু (দৈনিক গনদাবী)। এছাড়া সদস্য মো. হুমায়ুন কবির (দৈনিক বরিশালের কথা), অমল মূখার্জী (যুগান্তর), মোহসীন পারভেজ (ইত্তেফাক), বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (দৈনিক বাংলাদেশ বানী)।

এদিকে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি পদে বিপুল চন্দ্র হাওলাদার ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি শাহজাদা পারভেজ টিনু মৃধা সহ কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ