কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরের দিকে কিশোরগঞ্জ–করিমগঞ্জ-চামটা বন্দর সড়কের উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের সাকুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রামিতা (১১) পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার কাজলা গ্রামের জহির আহমেদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) সকালে রামিতা তার পরিবারের সদস্যদের সঙ্গে অটোরিকশা করে কিশোরগঞ্জ থেকে দাদার লাশ দেখতে বাড়ি ফিরছিল। পথে দুপুর পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ–করিমগঞ্জ-চামটা বন্দর সড়কের করিমগঞ্জ উপজেলার সাকুয়া বাজারসংলগ্ন মোড়ে একটি ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রামিতা গুরুতরসহ তার বাবা জহির আহমেদ আহত হন। পরে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রামিতাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রামিতাকে ঢাকায় রেফার্ড করেন। তবে ঢাকায় নেওয়ার পথে রামিতার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে রামিতার লাশ হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।